তাড়াশে মৎস্য চাষে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে মৎস্য চাষে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র গেটে মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের রুমে নারিশ ফিডস লিমিটেড’র উদ্দ্যোগে মৎস্য চাষে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী ও তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি’র সভাপতিত্বে দিনব্যাপী এ প্রশিক্ষণ করা হয়েছে। প্রশিক্ষণ পরিচালনা করেন নারিশ ফিডস লিমিটেড’র এরিয়া ম্যানেজার আলিমুল রাজিব,সিনিয়র কাস্টমার সার্ভিস অফিসার শাহ আজম খান, কাস্টমার সার্ভিস অফিসার মেহেদী হাসান। এতে উপজেলার মৎস্য চাষীগণ উপস্থিত থেকে এ প্রশিক্ষণ গ্রহন করেন।