সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ” শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা”এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও অফিসের আয়োজনে অভিবাসী দিবস পালিত হয়েছে।
এ দিবসটি পালনে নানাকর্মসূচীর মধ্যে ছিলো- উদ্বোধনীতে বেলুন ফেস্টুন উড়ানো, বর্ণাঢ্য র্যালী, আলোচনাসভা, চেক বিতরন, সম্মাননা ক্রেস্ট প্রদান।
শনিবার (১৮ডিসেম্বর)সকালে অনু্ষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। উক্ত অনু্ষ্ঠানের সভাপত্বিত করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শারমিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (প্রবাসী কল্যাণকর শাখা) কুরশিয়া আক্তার,সিভিলসার্জন অফিসের মেডিকেল অফিসার সৌমিক বসাক, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মাদ আনোয়ার হোসেন,জেলা ব্র্যাকের সমন্বয়কারী মোঃ রইস উদ্দীন প্রমুখ। অনু্ষ্ঠানের সঞ্চালক ছিলেন, জেলা ব্র্যাকের ডিষ্ট্রিক আর এস, সি ম্যানেজার মোঃ আব্দুল মাজেদ।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ হতে দিবসটির উদ্বোধনী শেষে এক বণার্ঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে – শহিদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে আলোচনা অনু্ষ্ঠিত হয়।
অনু্ষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ তার বক্তব্যে বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সিংহভাগ ভূমিকা আমাদের দেশের প্রবাসীরা রাখছেন। ভবিষ্যৎতে আরো বৈদেশিক মুদ্রা অর্জনের কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে বৈধপথে অবশ্যই বিদেশে যেতে এবং নিরাপদে চাকুরী করতে সকল প্রকার প্রশাসনিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
আলোচনাসভা শেষে প্রবাসীদের সন্তানদের মাঝে শিক্ষা কল্যাণ ভ্রাতা ও অভিবাসী বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে অর্থ ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও বিদেশে যাওয়ার ক্ষেত্রে ও বিদেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পাশে বিশেষ ভূমিকা রাখার জন্য সোনালী ব্যাংক সিরাজগঞ্জ শাখাকে প্রথম সম্মাননা ক্রেস্টপ্রদান করা হয়। সম্মাননা ক্রেস্টটি গ্রহন করেন, সোনালী ব্যাংক শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার উদয় কুমার দত্ত, দ্বিতীয় স্থান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন, ইসলামিয়া ব্যাংক লিঃ সিরাজগঞ্জ প্রধান শাখার এর মোঃ মোশারফ হোসেন, তৃতীয় স্থান সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন, জনতা ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ প্রধান শাখার ম্যানেজার অপারেশন মোঃ রাশেদুল ইসলাম।
অনু্ষ্ঠানের দ্বিতীয় পর্ব দুপুর ১২ টার দিকে প্রত্যাশা প্রকল্পের অ্যাডভোকেসী মিটিং অনু্ষ্ঠিত হয়।
অনু্ষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন সহ নিরাপদ বিদেশ যাত্রার করণীয় এবং বিদেশ ফেরত প্রবাসীদের কল্যাণে সচেতনতার বৃদ্ধির আগামীদিনের করণীয় কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনার দিক নির্দেশনামূলক উন্মুক্ত আলোচনা করা হয়।
উন্মুক্ত আলোচনায় দিকনির্দেশনামূলক বক্তব্যে রাখেন, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,সাংবাদিক রফিউল আলম,প্রত্যাশা প্রকল্পের কমিটির মোঃ রেজাউল করিম রঞ্জু, সুক এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন,ব্র্যাক মাইগ্রেশনের আর এসসি ম্যানেজার রাজু আহমেদ প্রমুখ।
এ অনু্ষ্ঠানের সার্বিক দায়িত্ব ও তত্ত্বাবধানে ছিলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অফিসার মোঃ শরিফুল ইসলাম, ঝর্ণা খাতুন। এসময় অনু্ষ্ঠানে, সরকারী-বেসরকারী বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী পরিবারের সদস্য-সদস্যা সহ সুশীল সমাজের অনেকে অংশগ্রহন করে।