স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর), প্রত্যুষে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি)ইকবাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর,সাবেক কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন,সাবেক ডেপুটি কমন্ডার এমএ মতিন ছামি,বীর মুক্তিযোদ্ধা গোলাম সয়োয়ার হোসেন ছানা প্রমুখ।