উল্লাপাড়া থেকে আব্দুল আলীমঃ মহান বিজয় উদযাপন উপলক্ষে উল্লাপাড়া উপজেলার বেতবাড়ি বিপ্লবী ক্লাব দিনব্যাপি কর্মসূচির আয়োজন করে। সকালে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
এসময় শহীদ মিনারে বেতবাড়ী বিপ্লবী ক্লাব ও বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। বেলা ৮টায় বেতবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা যৌথভাবে উত্তোলন করেন, বিশিষ্ট সমাজসেবী ছেফাত আলী, হুসাইন মাহমুদ রনি,আব্দুল মালেক এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন দুলাল উদ্দীন খান, শফিকুল ইসলাম, হোসাইন বাবু।
অনুষ্ঠিত হয় কোরাআন তিলাওয়াত, গীতাপাঠ, মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরাপত্তা পালন এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বেলা সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা। বিকেলে ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং কৃতি ক্রীড়াবিদদের মধ্যে পুরুষ্কার বিতরণ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোহেলুর রহমান পলাশ, আব্দুল লতিফ, আশরফ প্রামানিক, গৌতম কুমার, রফিকুল ইসলাম, আব্দুল মালেক প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, মহান বিজয় দিবস উদযাপন পরিচালনা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক বাবু। ক্রীড়া পরিচালনা করেন, আরিফুর রহমান।