মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় মাটিরাঙ্গা আওয়ামী লীগের মহান বিজয় দিবস পালিত। 

রিপোটারের / ২১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার  সূর্যদয়ের সাথে সাথে
৫০ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। এরপর শুরু হয় জাতির সুর্য সন্তান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
উপজেলা আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া উপজেলা স্বাধীনতা সোপানে বীর শহীদদের স্মরনে উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সহ সকল সহযোগী সংগঠন থেকে একে একে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরণ জয় ত্রিপুরা,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি হারুন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তালেব, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজ।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি রকিবুল হাছান, উপজেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজীসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও  অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর