আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
স্বপ্ন ছিলো কোরআন’র হাফেজ হওয়ার৷ পড়াশোনাও করছিলেন হাফেজী মাদ্রাসায়। কিন্তু সড়ক দুর্ঘটনায় সে স্বপ্ন পূরণ হলো না সিদ্দিকের ৷হাফেজ হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল সিদ্দিকের !
ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে সিদ্দীক হাসান (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের বেলতলা নামক স্থানে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দীক মোহম্মদপুর ইউনিয়নের পশ্তমপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।
মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র সিদ্দীক। বুধবার সদরের ভাউলার হাট নামক জায়গায় ইটভাটার উদ্বোধনী অনুষ্ঠানে ওই মাদ্রাসার ১৮জন ছাত্রকে কোরআন তিলাওয়াতের জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘঘটনাটি ঘটে।
সেই ইজিবাইকে থাকা আরেক মাদ্রাসাছাত্র সাঈদ জানান, আচমকা সিদ্দিকের গায়ের চাদরটা চাকায় পেঁচিয়ে যায়। টান লাগার পর পরই সে চিৎকার করে ওঠে। পরে তাৎক্ষণিকভাবে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।
মাদ্রাসার মুহতামিম আবু সায়েম বলেন, সে কোরআনের ছয় পারার হাফেজ। অনেক মেধাবী ছিল সে। স্বল্প সময়ের মধ্যেই কোরআনের হাফেজ হতে পারত। কিন্তু তার এভাবে চলে যাওয়া সহ্য করার মতন না।’
ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম জানান, ‘ছাত্রের মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। মাদ্রাসা ছাত্র সিদ্দিকের এভাবে চলে যাওয়া বিষয়টি অনেক মর্মান্তিক।