এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ “আমার পরিবার আমার দ্বায়িত্ব “এই মুলসুরকে সামনে রেখে সিলেট বিশপ হাউজে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হলো সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বার্ষিক পালকীয় সন্মেলন।
সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের( সিলেট বিভাগ) অধীনে মৌলভীবাজার,হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার চারটি জেলায় অবস্থিত সকল ক্যাথলিক মিশনের বিভিন্ন কমিশন থেকে ৭৫জন নেতৃবৃন্দ এই সন্মেলনে অংশগ্রহণ করেন।
সোমবার (১৩ডিসেম্বর) সকাল বেলা থেকে আরম্ভ হয়ে আজ (১৫ডিসেম্বর) শেষ হয় এই সন্মেলনটি।
টনিস পতাম ও মেরীসিয়া তংপেয়ার যৌথ উপস্থাপনায় ও ফাদার ব্রাইন গমেজ এর সার্বিক সহযোগীতায় এই তিন দিন সন্মেলনের প্রতিপাদ্য বিষয়ে উপর পৃথক পৃথক ভাবে আলোচনাদানে অংশগ্রহণ করেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমজে,হলিক্রশ ব্রাদারদের প্রভিন্সিয়াল ব্রাদার সুবল সিএসসি, ফাদার পেট্রিক কস্তা ,মিসেস রেবেকা,ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা কাজল দ্রং প্রমুখ।
আলোচনায় বক্তারা উল্লেখ করে বলেন মহান সৃষ্টিকর্তা ঈশ্বর পরিকল্পনা অনুসারে একটি নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী -স্ত্রী হয়ে থাকেন।সাধারণত বলা হয় মা -বাবা,ভাই-বোন মিলে একটি পরিবার। সুন্দর পরিবার বা আদর্শ পরিবার গঠন করতে হলে পিতা -মাতা বা স্বামী- স্ত্রী উভয়কে বুঝতে হবে,বিভিন্ন ভাবে সহযোগীতা করতে হবে,পরস্পরের কথা শুনতে হবে,পরিবারে স্বামী -স্ত্রী, ছেলে-মেয়েদের সাথে সংলাপ করতে হবে।সন্তানদের প্রতিটি বাড়ন্ত কালগুলো দিকে সুনজর দিতে হবে,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। তাদের মৌলিক অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় সে দিকে নজর করতে হবে।
সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ(সিলেট বিভাগ)অধীনে বিভিন্ন জেলায় অবস্থিত ক্যাথলিক মিশনগুলোতে বার্ষিক কার্য পরিকল্পনা সংশোধ ও প্রণয়ন করা মধ্য দিয়ে শেষ হয় এবছরের পালকীয় সন্মেলন।
Post Views: 512