গোলাম রব্বানী শিপন,বিশেষ প্রতিনিধিঃ ডিসেম্বর মাস মহান বিজয় দিবস উপলক্ষে মহাস্থান খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৩ডিসেম্বর) রাত ৯টায় মহাস্থান প্রতাববাজু গ্রামে নব-নির্বাচিত ইউপি সদস্য আলমগীর হোসেন লালুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলার যুবসংহতির আহবায়ক হুসাইন শরীফ সঞ্চয়, এসময় তিনি তার বক্তব্যে বলেন, ডিসেম্বর মাস বাঙালি জাতির বিজয় ও গৌরবোজ্জ্বলের মাস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের মানুষের এগিয়ে চলার মহামন্ত্র আজ বিশ্ববাসী শুনতে পাচ্ছে।
আসলে গভীরতর অর্থে,চেতনার পরিমাপে মুক্তিযুদ্ধের একটি ব্যাপক এবং বহুমাত্রিক রূপ রয়েছে। রাষ্ট্রভাষা-আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি অপশাসন বিরোধী প্রতিটি আন্দোলনের সেই অনিবার্য চেতনা আমাদের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে। তাই নতুন প্রজন্মকে বিজয়ের চেতনা লালন করতে ও জানান দিতে প্রত্যেক অভিভাবক কে তিনি আহবান করেন। সেই সাথে বাল্য বিবাহ সামাজিক ব্যাধি উল্লেখ করে তিনি সবাইকে সচেতন হতে বলেন।
বরণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবসংহতির সদস্য সচিব ফজলুল বারী, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, জিহাদ হাসান আল আমিন, দেলোয়ার হোসেন, কামাল পাশা প্রমূখ।