শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।

রিপোটারের / ১৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’র উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনিযুক্ত ভিসি ড. মোঃ শাহ্ আজম জাতীয় পতাকা অর্ধনমিত করে দিবসের কর্মসূচী শুরু করেন।এরপর নবনিযুক্ত ভিসি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-১ এ স্থাপিত অস্থায়ী শহিদবেদী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

এদিকে সকাল সাড়ে ১০ টায় শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসষ্টান্ড সংলগ্ন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র একাডেমিক ভবন-১ এর অস্থায়ী কার্যালয় চত্বরে নবনিযুক্ত ভিসি ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রেজিষ্টার মো: সোহরাব আলী। আলোচনা করেন ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ ও রবীন্দ্র অধ্যায়ন বিভাগের শিক্ষক ড. মো: ফকরুল ইসলাম। পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থাপিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের দ্বিতীয় পর্ব শেষ হয়।

এদিন সন্ধ্যা সাড়ে সাত টায় একইস্থানে মোমবাতি প্রজ্বলন করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে নিহত শিক্ষক, লেখক, গবেষক, বিজ্ঞানী, চিকিৎসক, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, স্থপতি, সমাজসেবীসহ জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনিযুক্ত ভিসি ড. মোঃ শাহ্ আজম স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর