তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক আলোচনা সভা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ ,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সেরাত আলী,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ সোহেল আলম খান , সমাজসেবা অফিসার এ, কে, এম মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, কৃষি অফিসার (অতিরিক্তি) আব্দুল্লাহ আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা আ,ফ,ম নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান, ফায়ার সার্ভিসের সাব অফিসার রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল রাজ্জাক,তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ, সাংবাদিক আব্দুল বারি খন্দকার,আশরাফুল ইসলাম রনি,রফিকুল ইসলামসহ বিভিন্ন অধিদফতরের কর্মকর্তাগন।
শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা আনিছুুর রহমান।