সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আগামী ২৬ শে ডিসেম্বর-২০২১ ও ৫ জানুয়ারী-২০২২ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা হলে বা কোনো ধরনের অনিয়ম করা হলে প্রার্থিতা বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন -নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলার ৬ টি উপজেলার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সকল পর্যায়ের প্রার্থীদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রার্থীদের নির্বাচনী সকল আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, কোনো প্রার্থী সহিংসতা সৃষ্টি বা ভোট কেন্দ্রে অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করলে সাথে সাথে তার প্রার্থিতা বাতিলসহ তাকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেউ অনিয়মের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া নির্বাচনে সব ধরনের অনিয়ম ঠেকাতে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠাতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন নির্বাচন কমিশনার।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন,নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে বাস্তবায়ানাধীন আইডেটিন্টফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসস (আইডিইএ ২য় পর্যায়) এর প্রক্ল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের এনডিসি পিএসি,সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম),রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকতা মোঃ ফরিদুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস,সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে-এ অনু্ষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা,আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী এবং আগামী ২৬ ডিসেম্বর-২০২১ ইং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার১০ ইউনিয়নের,কামারখন্দ উপজেলার -৪ ইউনিয়নের,চৌহালী উপজেলার-৭ ইউনিয়নের এবং ৫ জানুয়ারি -২০২২ ইং-কাজিপুর-১২ ইউনিয়নের,সদর উপজেলার-২ ইউনিয়নের ও তাড়াশ উপজেলার-৪ ইউনিয়নের নির্বাচনী এলাকার সকল চেয়ারম্যান পদ প্রার্থী ও মেম্বার পদ প্রার্থীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।