বিলালুর রহমান জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের একটি মাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২১ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার সকাল ১২টা ৩০মিনিটে উক্ত ইস্কুলের হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা অন্জনা নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফারুক আহমদ, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, দরবস্ত ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসেন প্রমুখ।
উক্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অতিথিরা বক্তিতায় উক্ত ইস্কুলের লেখা পড়ার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে আলোচনা রাখেন।
পরিশেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।