কথা বলছি, রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন রাস্তার পাশ দিয়ে মাইল মিটার সহ বিভিন্ন সিগনাল নোটিশের কথা। যেমন আড়ানী থেকে বাঘা ও তেঁতুলিয়া থেকে দিঘা সহ বিভিন্ন স্থানে দেখা গেছে মাইল মিটার আছে বটে তবে সেটা যে মাইল মিটার তা বুঝার উপায় নেই। তাতে নেই কোন প্রকার লেখা। আবার কোনোটা বাঁকা বা ভাঙ্গা অবস্থায় পরে আছে। স্থানিয় কিছু ভ্যান চালকের সাথে কথা বলে যানা যায় এই লিখা হীন ভাঙ্গা মাইল মিটার ২-৩ বছর ধরে এই ভাবেই পড়ে আছে। এই মাইল মিটার কতটা গুরুত্বপূর্ণ তা বুঝা যায় যখন অপরিচিত স্থানে যাওয়া হয়।
যত দ্রুত সম্ভব এই মাইল মিটার মেরামত করা হয়, যেন দুর থেকে আশা পথচারী তার গন্তব্যস্থান সর্স্পকে সময় ধারনা ও সঠিক দিক-নির্দেশনা পেতে সাহায্য করে।