মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

মোংলায় পিএফজি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন।

রিপোটারের / ২২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় পিএফজি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালনে “বৈষম্য ঘোচাও সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও” শ্লোগানে মোংলার মিঠাখালী বাজারে শুক্রবার ( ১০ ডিসেম্বর) বিকেলে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি’র আয়োজনে দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি’র মোংলার সমন্বয়কারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সমাজ সেবক আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি,মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন,জাতীয় পার্টি মোংলা পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম,বিএনপি নেতা শেখ শাকির হোসেন,সিপিবি নেতা নাজমুল হক,ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারদার, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন মানবাধিকার অসাধারণ একটি অধিকার, যা প্রত্যেক মানুষের প্রাপ্য। কিন্তু আমরা এর বহু লঙ্ঘন দেখতে পাই। এই লঙ্ঘন ঠেকাতে হলে প্রথমে বুঝতে হবে, মানবাধিকার আসলে কী। জানতে হবে মানবাধিকার লঙ্ঘিত হলে কী করতে হবে। বক্তারা আরো বলেন সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই। সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, কারণ বাংলাদেশ আমাদের। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর