সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ” আপনার অধিকার, আপনার দায়িত্ব, দূর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে নানান আয়োজনে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন ও মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন দুর্নীতি দমন কমিশন সম্মনিত জেলা কার্যালয় পাবনা ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ যৌথ ভাবে এ দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে।
এতে মানববন্ধন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা সহ শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
শহরের মুজিব সড়কে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচীতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করে। পরে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি বিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার, ও দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান। অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, এনডিপি নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।
এ ছাড়াও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রদীপ সাহা, মোঃ হোসেন আলী (ছোট্ট) কাজী সোহেল রানা, মোছাঃ আন্জুয়ারা খাতুন, মাকসুদা খাতুন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী।
আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কারা হয়।