মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার মহিলা ও শিশুবিষয়ক সংস্থা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।
পুরস্কার প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্যের উন্নয়নের জন্য মৌলভীবাজার পৌরসভার মিতা ভুঁইয়া, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য বড়লেখার ৫নং পুঞ্জির মাগ্রেট সুমের, সফল জননী হিসেবে রাজনগরের প্রজাপতি দাশ, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য কমলগঞ্জের শাহেনা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য সাফল্যের জন্য বড়লেখার রোকসানা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও সাবরিনা রহমান বাঁধন, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক সাহেলা আক্তার প্রমুখ।