স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী ২০২১ দিবস পালন করা হয়েছে। আজ ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস। “রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নাগরপুরে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা স্বারক ৭১ প্রাঙ্গনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে পুস্পস্তবক অর্পণ ও মানববন্ধন এবং উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন এর সভাপতিত্বে ও খুরশীদুন্নাহার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম সহ সকল ইউনিয়নের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা ।
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। ৯ ডিসেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।