মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

চরফ্যাশনে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা নারীকে সম্মাননা ও আলোচনা। 

রিপোটারের / ১৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

মামুন হোসাইন,ভোলা প্রতিনিধিঃ চরফ্যাশন উপজেলা মহিলা বিষক অধিদপ্তর ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা নারিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।বৃহস্প্রতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ থেকে র‌্যালী বের হয়ে শহরে প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের হলরুমে রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলার কোস্ট ফাউন্ডেশন এর সহকারি পরিচালক রাশিদা বেগম এর সঞ্চালনায় ও মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার,ওসি তদন্ত রিপন চন্দ্র সাহা, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জলবায়ু ফোরাম সভাপতি এম আবু সিদ্দিক,পরিবার উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক জহিরুল হক নান্টুবক্তব্য রাখেন। এছাড়াও শিক্ষক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন৷

বক্তরা বলেন, বেগম রোকেয়া ছিলেন মহসী নারী। নারী সমাজকে জাগ্রত করতে তিনি বদ্ধ পরিকর ছিলেন। আজ তার ৮৬তম মৃতুবার্ষিকী। বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবান্দর গ্রামের জম্ম গ্রহণ করেন। পরে ৫জন জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।তারা হলেন সামছুন্নাহার,খালেদা বেগম,ইয়ানুর বেগম,আরজু বেগম ও শামিমা আক্তার লাইজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর