রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

চিকিৎসার টাকা যোগাড় করতে না পেরে যুবকের আত্নহত্যার চেষ্টা।

রিপোটারের / ২২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

শাহরিয়ান আহমেদ শাকিল,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদ নগরের বাসিন্দা মাসুক উদ্দিন নিজের চিকিৎসার টাকা যোগাড় করতে না পারায় বিষ পান করে আত্নহত্যার চেষ্টা করেছেন।

মাসুক উদ্দিন প্রায় ২ বছর যাবাৎ ধরে পায়ের সমস্যায় ভুগতেছেন, এমন কি তিনি কোনো কাজ করতে পারতেছেন না, যার কারনে তিনি ৫ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করতেছেন। সম্প্রীতি তিনি পায়ের ব্যাথা সহ্য করতে না পেরে বিষ পান করে আত্নহত্যার চেষ্টা করেছেন। ওনার পায়ের সমস্যা সমাধানের জন্য প্রায় চিকিৎসাবাবত ১ লক্ষ টাকার প্রয়োজন। কিন্ত কে দিবে ওনাকে এত টাকা,কোথা থেকে পাবেন এতগুলো টাকা, এই সব ভেবে ভেবে তিনি গত কয়দিন আগে নিজ বাড়িতে বিষ পান করে আত্নহত্যার চেষ্টা করেছেন। এক পর্যায়ে এসব ঘটনার খবর মোহাম্মদ নগরের সামাজিক সংগঠন মোহাম্মদ নগর ইয়ূথ সোসাইটির দায়ীত্বশীলরা জানতে পারে, ফলে তারা একটি উদ্দ্যোগ নিয়ে মানুষের কাছ থেকেকে প্রায় ৫৫ হাজার টাকার মত কালেকশন করেছেন মাসুক উদ্দিনের চিকিৎসার জন্য। বর্তমানে ৪৫ হাজার টাকার মত বাকি রয়েছে।

মোহাম্মদ নগর ইয়ূথ সোসাইটির পরিচালক তানভীর হোসাইন বলেন, জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য এ স্লোগানকে সামনে রেখে দেশে বিদেশে সকল মানবতাপ্রেমী, ও সর্বস্তরের উদারমনা, দানশীল ব্যক্তিদের দৃষ্টি আর্কষন করসি, আপনাদের সামান্য সাহায্য একটি পরিবারকে তাদের আনন্দ ফিরিয়ে দিতে পারে। স্ত্রী পেতে পারে একজন স্বামীকে, সন্তানেরা ফিরে পেতে পারে তাদের বাবার আদর স্নেহ ভালোবাসা। আপনাদের সকলের সহযোগীতায় বাঁচাতে পারে একটি পরিবারকে।

যোগাযোগঃ তানভীর হোসাইনঃ01823435335
শাকিল আহমেদঃ 01887880393


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর