মামুন হোসাইন,ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০ এফএম;র আয়োজনে এসডিজি-১৬ এর স্থানীয়করন বিষয়ে সুইজারল্যান্ড এর সহায়তায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন বিএনএনারসি এর কারিগরি সহযোগিতায় ২০৩০ সালের মধ্যে জন্ম নিবন্ধনসহ সকলের জন্য বৈধ পরিচয়পত্র প্রদান বিষয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।আজ ৭ ডিসেম্বর সকাল ১১ টায় চরফ্যাসন পৌরসভার হল রুমে ভোলা জেলার কোস্ট ফাউন্ডেশন এর সহকারি পরিচালক ও রেডি ও মেঘনার স্টেশন ম্যানেজার- রাশিদা বেগম এর সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন পৌরসভার মেয়র মো.মোরশেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাসন উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) মো.আবু আব্দুল্যাহ খান,চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি ও চর কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।
এসময় অন্যানদের মধ্যে সংলাপে উপস্থিত ছিলেন,সকল ওয়ার্ডের কাউন্সিলর গন, সাংবাদিক, যুব ফোরাম, শিক্ষক, নারী নেত্রী এবং কোস্ট ও রেডিও মেঘনার প্রতিনিধিসহ প্রমুখ।
উক্ত আলোচনায় বক্তারা বলেন,সুনাগরিক হিসেবে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্মনিবন্ধন করা আমাদের কর্তব্য।জন্ম নিবন্ধন করা থাকলে একজন শিশু বা একজন পূর্ণবয়স্ক মানুষ বহু ধরনের সুবিধা পেতে পারেন। এছাড়া, প্রত্যেক মানুষকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার সঙ্গে সঙ্গে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই জন্মগ্রহনের পর শিশুে জন্মনিবন্ধন করতে হবে। জাতীয়তা অর্জন, নামকরণ এবং মাতা পিতার পরিচয় জানার এবং তাদের হাতে পালিত হওয়ার অধিকার শিশুর আছে। কিন্তু গ্রাম পর্যায়ে শিশুর জন্মনিবন্ধন করতে হয় সে বিষয়ে সচেতন নন অনেক পিতা মাতা। সকল অভিবাবক শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তাদের জন্মনিবন্ধন নিশ্চিত করার জন্য আহব্বান জানান। শিশু জন্মের ৪৫ দিন পর্যন্ত বিনা ফিতে নিবন্ধন করা যায়। ৪৫ দিন পর থেকে পাঁচবছর পর্যন্ত নিবন্ধন ফি ২৫ টাকা। ৫ বছর পর থেকে নিবন্ধন ফি ৫০ টাকা।
দেশের সব ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, সিটি কর্পোরেশন, আঞ্চলিক কার্যালয় পাশাপাশি বাংলাদেশের দূতাবাসে অনলাইনের মাধ্যমেও জন্ম নিবন্ধন কার্যকর পরিচালিত হচ্ছে।
জন্ম নিবন্ধন খুবই গুরত্বপুর্ন তাই সকল নাগরিককে সঠিক ভাবে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে বলে জানান বক্তারা।