(৫ ডিসেম্বর২১) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এসএম রশিদুল হকের কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সন্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
জানা যায়, পূজামণ্ডপের ঘটনা দক্ষতা ও বিচক্ষণতার সহিত পরিস্থিতি পাল্টে দেওয়া, মাদক উদ্ধার, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ওসি মোঃ কামাল উদ্দীন কে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা দেয়া হয়।
উল্লেখ্য ১৩ অক্টোবর বাঁশখালী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন তিনি। যোগদান করার মাস-খানেকের মধ্যে মাদক উদ্ধার, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখেন তিনি। তা ছাড়া লোকমূখে গরীবের ওসি নামেও পরিচিত লাভ করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো:কামাল উদ্দিন বলেন, অপরাধ রোধ করা আমাদের কাজ। সাধারন জনগন যাতে শান্তি থাকতে পারে, এবং অপরাধীরা যাতে কোন অপরাধ করতে না পারে সে জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি কাজ করতে গিয়ে এই মানুষের কাছে এই উপজেলার সন্তানের মত হয়ে গেছি। মানুষ আমাকে ভালবাসে আমিও মানুষ কে ভালবাসি। একজন পুলিশ হিসেবে জনগণের বন্ধু হয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতা অপরাধ দমনে কাজ করে যাব।
তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলায় বাঁশখালী একটি গুরুপ্তপুর্ণ উপজেলা। এখানে সাগর, পাহাড় ও সমতল হওয়ায় এবং কক্সবাজারের সাথে সংযুক্ত হওয়ায় দক্ষিনের অপরাধীরা এখানে অবস্থান নিতে চেষ্টা করে তাই আমাদের সব সময় সতর্ক থেকে কাজ চালিয়ে যেতে হয় বলে জানান তিনি।