ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত খায়রুল হোসাইন মনু’র সহধর্মিনী। ফাতেমা-তুজ-জোহরা রিনা বর্তমানে হবিগঞ্জ জেলা পরিষদ এর সদস্য। এর পূর্ব তিনি দুইবার মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।সূত্রে আরো জানা যায় ইউপির পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে এর পূর্বে কোন মহিলা প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নি। ফাতেমা-তুজ-জোহরা রিনাই একমাত্র মহিলা প্রার্থী যিনি আ. লীগের নৌকা প্রতীক নিয়ে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদে নির্বাচন করবেন।
এ ব্যাপারে ফাতেমা-তুজ-জোহরা রিনার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান ‘আলহামদুলিল্লাহ প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টি কর্তার প্রতি।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানবতার মা, বাংলাদেশের উন্নয়নের রুপকার, বাংলাদেশ আ.লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমাদের অভিবাবক মাননীয় মন্ত্রী আলহাজ্ব মাহবুব আলী এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।হবিগঞ্জ জেলা আ.লীগ, উপজেলা আ.লীগ, ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
যেহেতু কেবল মাত্র ১ জনকেই মনোনীত করা হবে সেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক বিবেচনায় আমাকে নৌকা প্রতিক দিয়ে দলের সকল স্তরের নেতা কর্মীগনকে নিয়ে ইউনিয়ন বাসীর সহযোগীতায় নির্বাচন করার জন্য দায়িত্ব অর্পন করেছেন।
নৌকা প্রতীকটি বঙ্গবন্ধুর প্রতিক ,শেখ হাসিনার প্রতিক,আমাদের সকলের গর্বের প্রতীক।তাই আমি আ.লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের সহযোগিতা কামনা করি ।পাশাপাশি ইউনিয়ন বাসী সকলের দোয়া, আশির্বাদ ও সহযোগিতায় আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন।