শনিবার (৪ ডিসেম্বর) রাতে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়া হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় নিজস্ব প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থী ঘোষণার পর এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা মনে করেন অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইনকে দলীয় মনোনয়ন দেওয়ার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগী নেতাকর্মীদের ও স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী নৌকার মাঝি বেঁছে নিয়েছেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. এস এম তোফাইল বিন হোসাইন ১৯৯৪ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর ছাত্র রাজনীতিতে সক্রীয় ভূমিকা রেখে ২০০২ সালে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। রাজনীতি ছাড়াও তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে পরিচিত।
তিনি একাধারে ৪ বার বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, তাছাড়া তিনি বাঁশখালী পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শেখ রাসেল স্মৃতি সংসদ, জয় বাংলা পরিষদ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু ক্লাব, প্রজন্ম -৭১, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও উপদেষ্টা হিসাবে মুজিব মতাদর্শে ভূমিকা রাখছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইন বলেন, বাঁশখালী মাটি ও মানুষের নেতা, বাঁশখালীর অভিভাবক দুই দুই বারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী মহোদয়ের অক্লান্ত পরিশ্রম ও স্থানীয় নেতাকর্মীদের ভালবাসা এবং পৌরবাসীর চাহিদা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। আমি পৌর মেয়র নির্বাচিত হলে বাঁশখালী পৌর নেতাকর্মীদেরকে সাথে কাধে-কাধ মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সুনাম অক্ষুণ্ন রাখাসহ পৌর নাগরিকদের জীবন-মান উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দিব।
উল্লেখ, বাংলাদেশ নির্বাচন কমিশন এর তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারী বাঁশখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় পৌরসভায় নির্বাচন ব্যাপক জমে উঠেছে।