।ল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ জিয়াদুল হক কাজল(৪৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-১২’র সদস্যরা।
রবিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২ টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানির একটি আভিযানিক দল উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া মধ্যপাড়া গ্রামের জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে ১ হাজার ৯’শ ৫০ পিস ইয়াবা,মাদক ক্রয়বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট ও নগদ ৪’শত ১৪ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পূর্ণিমাগাঁতী পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাম রসূল তালুকদার এর ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।