মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

মুজিববর্ষে মোংলায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

রিপোটারের / ২০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে মালগাজী মল্লিক বাড়ি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর)সকাল ১১ টার সময় বাংলাদেশ পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেঁটে কমিউনিটি ক্লিনিকটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই,মোংলা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস,চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম,মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,বাংলাদেশ পুজা উদযাপন কমটির মোংলা উপজেলা শাখার সভাপতি পীযূষ কান্তি মজিমদার,উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সবুজ হাওলাদার,চাঁদপাই ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্য উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন, সরকার সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ক্লিনিক আধুনিকায়ন করছে। সে আলোকে চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকার সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর শতভাগ স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ সেবা প্রদানের জন্য এই ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর