রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

আনন্দের সহিত অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলন মেলা।

রিপোটারের / ৪৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ফরিদুল ইসলাম ফরিদ,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ শুক্রবার ৩ ডিসেম্বর কুড়িগ্রামের রৌমারী রাজিবপুর উপজেলা, জামালপুরের সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) ও বকশীগঞ্জ, শেরপুরের শ্রীবর্দী উপজেলার সাংবাদিকদের মিলন মেলা২০২১ অনুষ্ঠিত হয়।
এ মিলন মেলা আয়োজন করেন সৃষ্টি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক তারিকুল ইসলাম তারা। সহযোগিতায় মিডিয়া কর্মী সানন্দবাড়ী, জামালপুর। মিলন মেলায় মোহনা টিভি সাংবাদিক প্রফেসর লুৎফর রহমান,সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করে নানামুখী দিক নির্দেশনা দেন।
এসময় বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত রাজিবপুর প্রতিনিধি প্রফেসর জাকির হোসেন,বকশিগঞ্জ উপজেলা এশিয়ান টিভি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহীন আল আমিন,দৈনিক যায়যায় দিন দেওয়ানগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম,আজকের জামালপুর সানন্দবাড়ী প্রতিনিধি রশীদুল আলম শিকদার,লাল সবুজের ১১নং সেক্টর পত্রিকার সম্পাদক আফজাল শরীফ,দৈনিক গণকণ্ঠ দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ফরিদুল ইসলাম,দৈনিক ভোরের চেতনা দেওয়ানগঞ্জ প্রতিনিধি জাকিউল ইসলাম জনি,দুর্জয় বাংলা দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক হারুন অর রশিদ,রুদ্র বাংলা রাজিবপুর প্রতিনিধি ফজলু,সাংবাদিক মুশফিকুর,সাংবাদিক জিয়া সহ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ,অপ-সাংবাদিকতা রোধ সহ বিভিন্ন ধরনের কাজ বাস্তবায়ন করা হবে। সেই সাথে শেরপুর জামালপুর ও কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের সেতু বন্ধন গড়ে তোলার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর