ফজল উদ্দিন,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে মহাসমাবেশে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম পি বলেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তিনি হাওরাঞ্চলের মানুষের বেশি গুরুত্ব দিচ্ছেন সরকার । গরীব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। দেশকে উন্নয়নের মহা সড়কে নিয়ে গিয়েছেন।
সকল বিভেদ ভূলে ঐক্য বদ্ধ হয়ে আওয়ামিলীগ নেতা কর্মীদের কাজ করতে হবে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছাতকে চেলা ইছামতী স্থলবন্দর স্থাপন, ছাতক-সুনামগঞ্জ সড়ক সংস্কার,ছাতকে ৫০ শয্যা থেকে উন্নিত করে ১০০ শয্যা হাসপাতাল নির্মানসহ নানা উন্নয়ন কাজ বাস্তবায়নের পতিশ্রুতি দান কালে এসব কথা বলেছেন।
২ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী,ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, শাহাবুদ্দিন মোহাম্মদ শাহেল,সাইফুল ইসলাম,দেওয়ান পীর আব্দুল খালিক রাজা,আবুল হোসেন,নূর উদ্দিন,জহিরুল ইসলাম,পৌর কাউন্সিলর ইরাজ মিয়া,আওয়ামিলীগ নেতা রেজা মিয়া তালুকদার, যব লীগ নেতা কামাল হোসেন,ছাত্র লীগ নেতা রিয়াদ আহমদ চৌধুরী।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা মামুনুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আহবাব মিয়া তালুকদার সাজু,সাবেক পৌর কাউন্সিলর দিলোওয়ার হোসাইন যুবলীগ নেতা শাহ মোহাম্মদ শাহীন আহমদ প্রমূখ।
এর আগে পৌরসভার কার্যালয় পরিদর্শন ও পৌর পরিষদ কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় ও ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার শুভ উদ্ভোধন ও বঙ্গবন্ধু ম্যুারাল এর ভিত্তি প্রস্তর স্থাপন,চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিনি।
সমাবেশ শেষে সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের নিজ গ্রাম গোবিন্দ নগর চেয়ারম্যান বাড়িতে সোনালী অতীত ক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম এ মান্নান এমপি বাংলাদেশ পরিকল্পনামন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়। তিনি এলাকার উন্নয়নের কাজ করবেন বলে এলাকাবাসী কে আশ্বস্ত করেছেন।