রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম শেখ’র নামে মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট,ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
২ডিসেম্বর সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন’র সভাপতিত্বে ও রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল’র সঞ্চালনায় রামপাল থানার সম্মুখে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপার বরাবর এ ষড়যন্ত্র ও বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদান শেষে রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়ের দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তারা জানান যে, ১৬ নভেম্বর সন্ধায় রামপাল উপজেলার বিএনপি’র উচ্ছৃংখল নেতা কর্মীরা রাষ্ট্র ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রদান করলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় জন সাধারণকে সাথে নিয়ে প্রতিবাদ জানাতে যায়। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ঘটনা স্থলে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বি.এনপির নেতা কর্মীরা অতর্কীত হামলা শুরু করে।
স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলে মিলে তাদের নিবৃত করে এবং সেখানে শান্তিপূর্ন পরিবেশ বজায় থাকে। কিন্তু পরবর্তীতে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বি.এন.পি নেতাকর্মীদের প্ররোচনায় সফিকুল ইসলাম সোহাগ এক ইউপি সদস্য বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম শেখ’র নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে,মামলার আসামি মোঃ মাসুম শেখ ঐ ঘটনার সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচী বেগম রাজিয়া নাসের’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই-যা সরেজমিনে তদন্ত করলে জানা যাবে।
উল্লেখ্য বাঁশতলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম সোহাগ ২০ নভেম্বর ২০২১ মাসুম শেখ সহ তার আপন দুই ভাই মারুফ শেখ ও মোস্তাফিজ শেখ’র বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করেছিলেন।
মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম,ইউপি সদস্য শিকদার জিয়াউর রহমান,মোঃ সরোয়ার, মোহাম্মদ ইমরান শেখ,মুহিতুল ইসলাম,বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকার সিদ্দিক,খুলনা জেলা ছাত্রলীগের সদস্য শেখ মুহিদুল ইসলাম রনি,রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী সহ উপজেলার সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।