ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী মৌজার হারুয়াবাড়ী রহমানিয়া মাদ্রাসা মোড় হতে শুরু করে পুর্বদিকে আঃ গফুর আকন্দ এর বাড়ী পর্যন্ত, সেখান হতে দক্ষিণে হারুয়াবাড়ী পুরাতন মসজিদ হয়ে পূর্ব দিকে হারুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১২০০ মিটার রাস্তা।
রাস্তা টি সংস্কারের অভাবে রাস্তা বিহীন আবদ্ধ হয়ে হাবুডুবু খাচ্ছে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। এ গ্রাম গুলোর মানুষের চলাচলের দুর্গতি অপরিসীম। দুঃখ দুর্দশা যেনো তাদের নিত্য দিনের সঙ্গী হয়েছে। এই দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ পেতে চায় এলাকার হাজার হাজার নিরীহ মানুষ।
জানা যায়, সানন্দবাড়ী টু রৌমারী রাস্তার হারুয়াবাড়ী রহমানিয়া মাদ্রাসা মোড় হতে পুর্বদিকে (ম্যাপে) সরকারি রাস্তা বহাল থাকলেও বর্তমানে চলাচল বন্ধ করা হয়েছে।
এলাকার মুরুব্বিদের ভাষ্যমতে- এই রাস্তা দিয়েই চলাচল করতো হারুয়াবাড়ী পশ্চিম পাড়া, মধ্যে পাড়া, পুর্বপাড়া, আকন্দপাড়া, কাজীপাড়া, চটাংপাড়া ও পান্তামারী, সহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ, চলতো গরু মহিষের গাড়ি সহ বহনকৃত মালামালের গাড়ি। এযাবৎ নির্ভিগ্নে চলাচল করলেও কালের পরিবর্তনে আজ রাস্তা বিহীন। মানুষের স্বার্থ রক্ষার্থে রাস্তা হতে পাটি কর্তন, অবৈধ ভাবে রাস্তা বেদখল নেওয়া, দুপাশ হতে রাস্তা চাপিয়ে আসা এসব কারণে সরকারি রাস্তাটি আজ প্রায় বিলুপ্তের পথে।
রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসীর স্বাক্ষরিত দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন প্রেরণ করা হয়েছে।
জনসাধারণের মঙ্গলার্থে দ্রুত রাস্তাটি সংস্কারের মাধ্যমে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
Post Views: 199