মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

এস ও এস শিশু পল্লী সিলেট উপকারভোগীদের খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্ধোধন।

রিপোটারের / ২২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ওসমানীনগর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রামন নিয়ন্ত্রণে সরকার ঘোষিত নির্দেশনার বাস্থবায়ন ও অসহায় অনাথ শিশুদের সার্বিক সুরক্ষায় কাজ করে যাচ্ছে এস ও এস শিশুপল্লী সিলেট।

এলাকার অসহায় শিশুসহ তাদের পরিবারের কিশোর-কিশোরীদের লেখাপড়ার দ্বায়িত্ব ও আত্নকর্মসংস্থান সৃষ্টির সার্বিক কল্যানে নানা উদ্যোগ গ্রহনের পাশাপাশি করোনা পার্দূভাবের শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে উপকারভোগীদের জন্য বাস্থবায়িত করেছে বিশেষ বিশেষ কার্যক্রম।

যার ধারাবাহিকতায় ২য় পর্যায়ের এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ সহায়তায় এস ও এস শিশু পল্লী সিলেটের উদ্যোগে ওসমানীনগর-বালাগঞ্জের উপকারভোগীদের ১২ মাসব্যাপী খাদ্য সহায়তার উদ্ধোধন করা হয়েছে।

রবিবার বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের উপকারভোগীদের খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।

সোমবার সকালে ওসমানীনগরের দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী সিলেট প্রঙ্গনে উপজেলার দয়ামীর, মিরারগাঁও, রাইকদারা, কুরুয়া ও রাঘবপুর গ্রামের ২৩০টি উপকারভোগী পরিবারের মধ্যে ২০ কেজি চাল,২ কেজি সোয়াবিন, ২ কেজি লবন,২ কেজি মসুর ডাল,৫ কেজি আলু,১ কেজি পিঁয়াজ,২০০ গ্রাম গুড়ো দুধ, ১ কেজি চিনি, ২ কেজি মুড়ি,২০ প্যাকেট এনার্জি বিস্কুট ও ৩০টি ডিম বিতরণ করা হয়।

এস ও এস শিশু পল্লীর সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত।বিশেষ অতিথি ছিলেন,দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।

মঙ্গলবার বালাগঞ্জের উপকারভোগীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে ১২ মাস ব্যাপী খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের প্রথম দফার কার্যক্রমের সমাপ্তি হলেও কমিউনিটির পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর প্রত্যয়ে আগামী এক বছর পর্যন্ত উপকারভোগীরা এ সহায়তা পাবেন বলে এস ও এস শিশু পল্লী সিলেট সূত্রে জানা গেছে।

শিশু পল্লীতে এসে যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ দুরত্ব বজায় রেখে বিপুল পরিমান খাদ্য সহায়তার প্যাকেট হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফিরতে দেখা যায় এলাকার অসহায় পরিবারকে। এস ও এস শিশু পল্লীর প্রোগ্রাম অফিসার তানবীর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর