সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা স্বতন্ত্র প্রার্থীদের কাছে আওয়ামীলীগের নৌকা প্রতীকের বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর চরম ভরাডুবি হয়েছে।
১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ইউনিয়েই নৌকার মনোনিত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন। অবিশ্বস্যভাবে কয়েকটি ইউনিয়নে আওয়ামীগের ত্যাগি নেতারা হেরেছেন স্বতন্ত্র প্রার্থীদের নিকট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০টি ইউনিয়নের ৯৩টিট ভোট কেন্দ্রে উপস্থিতি ছিলো নজিরহীন।
বিশেষ করে নারী ভোটাদের উপস্থিতি ছিলো চোখ পড়ার মতো। কয়েকটি ইউনিয়নে জাল ভোট, ভোটাদের কেন্দ্রে আসতে ভয়-ভীতি প্রদর্শন ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘঁনার খবর পাওয়া যায়নি। এয়াড়া অস্ত্রসহ বেশ কয়েকজন ভোটের আগের রাত ও ভোটের দিনে অস্ত্রসহ গেস্খফতার হওয়ায় সাধারন ভোটাদের মাঝে স্বস্তি ফিরে আসায় বেশিরভাগ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন বলে জানান অনেকেই।
দিন শেষে প্রকাশ্যে দিবালোকে নির্বাচনি সহিংসতায় ৪নং ইছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সজিব (২৬) নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহত সজিব রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও একই ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত- আব্দুস সাত্তারের ছেলে। নৌকার বিদ্রোহী প্রার্থী আমির হোসেন খানের আনারস মার্কার সমর্থক মাহবুব মিজি, মাসুদ লেনজাসহ একদল সন্ত্রাসী ব্যালট পেপার আলাদা করে জোরপূর্বক অবৈধভাবে সিল মারার চেষ্টা করলে ওই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সজিবের নেতৃত্বে নৌকার সমর্থকরা বাধা দেয়। ফলে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়।
নিদিষ্ট সময়ে ভোট গ্রহন শেষে গননা করা হয় ১০টি ইউনিয়নের ভোট। এতে বে-সরকারীভাবে ১নং কাঞ্চনপুর ইউনিয়নে নৌকা প্রর্তীকে মোঃ নাসির উদ্দিন, ২নং নোয়াগাঁও ইউনিয়নে নৌকা প্রর্তীকে মোঃ সোহেল পাটওয়ারী, ৩নং ভাদুর ইউনিয়নে নৌকা প্রর্তীকে জাবেদ হোসেন ও ৭নং দরবেশপুর ইউনিয়নে নৌকা প্রর্তীকে মোঃ মিজানুর রহমান। স্বতন্ত্র চেয়ারম্যানরা হলেন ৪নং ইছাপুর ইউনিয়নে আনারস প্রর্তীকে আমির হোসেন খান, ৫নং চন্ডিপুর ইউনিয়নে মোটর সাইকেল প্রর্তীকে শামছুল ইসলাম সুমন, ৬নং লামচর ইউনিয়নে আনারস প্রর্তীকে ফয়েজ উল্যাহ জিসান পাটওয়ারী, ৮নং করপাড়া ইউনিয়ন ঘোড়া প্রর্তীকে জাহিদ মির্জা, ৯নং ভোলাকোট ইউনিয়ন চশমা প্রর্তীকে দেলোয়ার হোসেন দিলু ও ১০নং ভাটরা ইউনিয়ন আনারস প্রর্তীকে শামছুল আলম বুলবুল ।