ওমর ফারুক ভুইয়া,কামারখন্দ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ আগামী ২৬ ডিসেম্বর দেশের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া প্রক্রিয়া শেষ করেছেন।
মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর তবে এর আগেই সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বর্তমানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ঝন্টু, মামা ও ফুপাত ভাই এর জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
জয়নুল আবেদীন ঝন্টু দীর্ঘদিন ধরে এলাকার মধ্যে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন, তিনি ইউপি সদস্য হিসেবে নির্বাচন করবেন, মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন, তবে একই ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে মামাতো ও ফুফাতো ভাই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। যার কারণে শেষ মুহূর্তে আর মনোনয়নপত্র জমা দেননি এ স্বেচ্ছাসেবক লীগ নেতা।
জয়নুল আবদীন ঝন্টু বলেন, আমার পরিবার আমি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি যার ফলে তাদের সমর্থনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দীর্ঘ পাঁচ বছর ধরে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলাম। যখন দেখতে পেলাম আমার ফুফাতো ভাই ও মামাতো ভাইও নির্বাচনে দাঁড়াচ্ছে, ভাই মানে রক্তের বন্ধন এই কথাটা ভেবে নির্বাচন থেকে সরে আসলাম। তবে অসহায় গরীব দুখী ও সাধারণ মানুষের পাশে আগেও ছিলাম এখনো থাকবো।