শাহরিয়ান আহমেদ শাকিল,বড়লেখা প্রতিনিধিঃ ৩৩৩ কলসেন্টার হতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর তত্বাবধানে এবং সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেনের হস্তক্ষেপে দশম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে সোমবার ( ২২ নভেম্বর) সন্ধা ৬ ঘটিকায় ঘটনাস্থলে উপস্হিত হয়ে মোবাইল কৌর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন -২০১৭ এর মাধ্যমে ছাত্রীর পিতাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।
এ ছাড়াও ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে মেয়ে কে বিয়ে দিবেন না মর্মে উপস্হিত সকলের সামনে ছাত্রীর পিতা মাতা লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।
মোবাইল কৌর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন বড়লেখা থানা পুলিশ সহ স্হানীয় জনপ্রতিনিধি।