এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ মোড়েলগঞ্জ পুটিখালী ইউনিয়নে সোনাখালী আবু বক্কর শিকদার পিতা চানমিয়া শিকদার, আবু বক্করএকজন পেশাদার মাদক ব্যবসায়ীও সেবন কারী, তারই প্রচারণায় দিন দিন মাদকের রাজ্যে পরিনতি হচ্ছে ৩ নং পুটিখালী ইউনিয়ন, প্রতিবাদ করলেই হতে হয় আহত ও চরম অপমান।
বাজার ও তার আশপাশে চলছে রমরমা মাদক বিক্রি ও সেবন, তারই ধারাবাহিকতায় বাড়ছে অশালীন কার্যক্রম ও কিশোর গ্যাং এর দৌরাত্ব এর অংশ বিশেষ গত ১ নভেম্বর সোনাখালী বাজারে মাদক ব্যবসায়ী ও সেবন কারী আবু বক্করের হাতে সেকেন্দার আলী শেখ নির্মম ভাবে আহত হয়,আহত সেকেন্দার আলী বলেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে আমার উপর আতংকিত ভাবে হামলা করে।
আহত সেকেন্দারআলী কে সাথে নিয়ে এলাকার মান্যগণ্য ও আওয়ামী লীগের নেতা কর্মীরা এর প্রতিবাদ সভা করে ও তাতেও কোন ফল আসেনি প্রসাশনের পক্ষ থেকে, কে বা কার শেল্টারে চলছে রমরমা মাদক ব্যবসা প্রশ্ন সুশীল সমাজের।
দিন দিন বেড়েই চলছে মাদক ব্যবসা ও সেবন কারী, খারাপ পথে চলে যাচ্ছে এলাকার কোমল মতি শিশু কিশোর ছাত্ররা, এ ভাবে চলতে থাকলে ধ্বংস হয়ে যাবে যুব সমাজ ও কিশোরেরা, নেশা করে বাজারে, দোকানে, স্কুলের সামনে আড্ডা দেওয়া হয়, ছাত্রীদের স্কুলে আসা যাওয়ায় চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন অবিভাবকেরা,আবু বক্কর সহ বেশ কয়েক জন মাদক ব্যবসায়ী ও সেবন কারীর বিরুদ্ধে অভিযোগ হলেও হয়নি কোন প্রতিকার,যার জন্য আরো আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
নেশা ক্রয় এবং বিক্রয় এর জন্য এলাকায় আগামন হয় কিছু বহিরাগত কিশোরী দের। এলাকায় প্রবীণ ও গন্যমান্য মানুষের চলাচলে তৈরি হয় সামাজিক বাঁধা,নিজ মান-সম্মান বজায় রেখেই চলতে হয় তাদের কিছু বললেই নেশাখোর দের দ্বারা হতে হয় চরম অপমান। তাই এলাকা বাসী এর একটি সুষ্ঠু সমাধান ও মাদক ব্যবসায়ী এবং সেবন কারী দের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকা বাসী।