সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি: তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান ও কর্মীসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিনের প্রচারণায় বাধা প্রদান, কর্মী সমর্থকদের মারধর, মাইক ভাংচুর, পোস্টার ব্যানার পুড়িয়ে ফেলা, থানায় মিথ্যা অভিযোগ দায়ের এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) হেলাল উদ্দিন।
২১ নভেম্বর রবিবার বিকালে ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানান, আমার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী জিল্লুর রহমান বিভিন্ন ভাবে আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন। গত ১৪/১১/২০২১ইং তারিখে আমার প্রচার মাইক ভাংচুর করে প্রচারনার বাধা সৃষ্টি করে। আমার নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলে দেয়। তারপর বিভিন্ন গ্রামে রাতের অন্ধকারে পোষ্টার পুড়িয়ে ফেলেছে।
১৫/১১/২০২১ তারিখে আমার ভাই ও ভাতিজার নামে মিথ্যা অভিযোগ দায়ের করে। তাছাড়া গত ২০/১১/২০২১ইং তারিখে আমাকে হুকুম দাতা উল্ল্যখ করে আমার ভাইদের নামে মিথ্যা মামলা করে।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী প্রচারনা নির্বিঘ্নে চালীয়ে যেতে পারি সেই সাথে ভোটারা যেন সুন্দর পরিবেশে ভোট প্রদান করতে পারে। তাই নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে নির্বাচন সুষ্ঠু পরিবেশ হয় এই দাবি জানান তিনি।