মোস্তাফিজুর রহমান,বাঘা উপজেলাঃ আগামী ২৩ ডিসেম্বর বাঘা উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৪র্থ ধাপে ৩ টিতে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সরকার দলীয় সংগঠন আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলো অনেকে । এর মধ্যে থেকে তিনজনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
রবিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত নৌকার মাঝি হিসাবে যাদেরকে মনোনয়ন পত্র দেয়া হয়েছে তারা হলেন-আড়ানী ইউনিয়নে বাউসায় শফিকুর রহমান (শফিক), রফিকুল ইসলাম(রফিক) ও চকরাজাপুর ইউনিয়নে বাবলু দেওয়ানকে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, বর্তমানে দেশের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামী ২৩ ডিসেম্বর ২০২১ বাঘা উপজেলার তিনটি ইউনিয়ন যথাক্রমেবাঘায় ইউপি নির্বাচনে আ’লীগের
প্রার্থী-রফিক,শফিক,বাবলু-আড়ানী,বাউসা এবং চকরাজাপুরে অনুষ্টিত হবে ইউপি নির্বাচন।
উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম বলেন, বাঘার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৫ নভেম্বর মনোনয়ন দাখিল,২৯ নভেম্বর মনোনয়ন বাছাই, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে । এরপর অত্যান্ত কঠোর ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে নির্বাচন।
Post Views: 171