শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২১ অপরাহ্ন

ধর্মপ্রদেশীয়ও যুব দিবসে কুলাউড়া লক্ষিপুর মিশনে দু’দিন ব্যাপি সেমিনার। 

রিপোটারের / ১৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার কুলাউড়া উপজেলা অধীনে  লক্ষীপুর ক্যাথলিক মিশনের সেন্ট ইউজিন হিউম্যান পরম্যাশন এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে দু”দিন ব্যাপি অনুষ্ঠিত হলো “সিলেট ধর্মপ্রদেশীয় যুব দিবস-২০২১ সালের সেমিনার।

সিলেট ধর্মপ্রদেশীয় যুব কমিশন আয়োজনে  জাতীয় যুব কমিশন,বাংলাদেশ খাসি রাংবাবালাং এসোসিয়েশন, আইপিডিএস, কারিতাস সিলেট অঞ্চলের সহযোগীতায় অনুষ্ঠিত হলো এবছরের সিলেট ধর্মপ্রদেশীয় যুব দিবস।এবছর যুব দিবসের মুলসুর হলো “যুবক,আমি তোমাকে বলছি,ওঠ,”এই মুলভাব  উপর ভিক্তি করে সিলেট বিভাগের প্রান্তিক অঞ্চল থেকে ১৫০জন বিভিন্ন  আদিবাসী জনগোষ্ঠী  যুবক-যুবতি এই সেমিনারে অংশগ্রহণ করেন।

শনিবার (২০নভেম্বর) সকাল সাড়ে ৯টায় যুব সেমিনারের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হয় টকশো পর্বের মধ্যদিয়ে। লক্ষিপুর মিশনের প্রধান যাজক ফাদার ভেলেন্টাই তালাং এর উপস্থাপনায় শুরু হয়েছে টকশো ও প্রশ্ন পর্ব মূলপর্ব ।
এই যুব সেমিনারে টকশোতে অংশগ্রহণ করেন পরিবেশবাদী সংগঠন বাপা মৌলভীবাজার জেলা শাখার সদস্য ফাদার যোসেফ গমেজ ওএমআই,সামাজিক সংগঠন “কুবরাজ” এর সাধারণ সম্পাদক বাবলী ফ্লোরা তালাং,সংবাদকর্মী পিন্টু দেশোওয়ারা ও এলিসন সুঙ প্রমুখ। এই টকশোতে বিভিন্ন বিষয়ে যুবক যুবতিরা প্রশ্ন করে গঠনমূলক দিকনির্দেশনা ও পরামর্শ  পেয়েছে।
দেশের প্রতি, সমাজ- জাতির প্রতি, আদিবাসী যুবক যুবতির করণীয় ও সক্রিয়  ভূমিকা আলোচনায় আলোকপাত করা হয়।অবশেষে যুব প্রতিনিধি একটি দল টকশোতে অংশগ্রহণকারী  অতিথিদেরকে ফুলেরতোড়া দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা মধ্যদিয়ে সেমিনারের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর