রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

বনবিভাগ ও বিবিসিএফ যৌথ অভিযানে শতাধিক পাখি শিকারের সরজ্ঞাম উদ্ধার।

রিপোটারের / ৪৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

ফজলে রাব্বীঃ সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষন ফেডারেশন(বিবিসিএফ)অন্তর্ভূক্ত সংগঠন ওয়াইল্ডলাইফ মিশনের সহোযোগীতায় বন্যপ্রানী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষন বিভাগ খুলনা এর বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর অভিযানে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে পেশাদার পাখি শিকারীদের বাড়ী থেকে বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি,পাখি শিকারের ফাঁদ ও সরজ্ঞাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার( ১৮ নভেম্বর) দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত
মোল্যা রেজাউল করিম,বন সংরক্ষক,বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন অঞ্চল, ঢাকা মহোদয়ের দিকনির্দেশনায় ও বিভাগীয় বন কর্মকর্তা জনাব নির্মল কুমার পালের তত্বাবধানে বণ্যপ্রাণী পরিদর্শক জনাব রাজু আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে পেশাদার পাখি শিকারীদের বাড়ীতে অভিযান চালিয়ে এসময় তাদের কাছে থেকে শিকারকৃত ও শিকারে ব্যবহৃত সারস,বক,পানকৌড়ি,ডাহুক,ঘুঘু ও শালিকসহ অর্ধ শতাধিক পাখি,অসংখ্য ফাঁদ ও পাখি শিকারের সরজ্ঞাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে জীববৈচিত্র্য কর্মকর্তা জনাব তন্ময় আচার্য বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন সহোযোগীতায় ও উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি উদ্ধার করা হয়েছে এবং শিকারের সরজ্ঞাম পুড়িয়ে দেওয়া হয়েছে।

উদ্ধারকৃত পাখি বিভাগীয় বনকর্মকর্তার উপস্থিতিতে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য কর্মকর্তা জনাব তন্ময় আচার্য ও বণ্যপ্রাণী পরিদর্শক জনাব রাজু আহমেদ। বিবিসিএফ সদস্য সংগঠন-ওয়াইল্ডলাইফ মিশনের সাধারন সম্পাদক রাশেদ বিশ্বাস,প্রচার সম্পাদক শেখ জসিম দাউদ মোড়ল , মোখলেছুর রহমান,শাহারিয়ারসহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর