উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলকলি কিন্ডারগার্ডেন স্কুলের ছাত্রী আরিফা খাতুন(৮) পরিক্ষা শেষ করে বাবার মোটরসাইকেলে বাড়ি ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় নিহত। বাবার মোটরসাইকেলে বাড়িতে ফেরা হলো না আরিফার ।
১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার সলপ ইউনিয়নের সলপ স্টেশন-কৃষকগঞ্জ বাজার আঞ্চলিক সড়কের রামগাঁতী গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়।
জানা যায় আটবাকী গ্রামের আমিরুল ইসলাম তার মেয়ে আরিফার পরিক্ষা শেষে মোটরসাইকেলের পিছ বসিয়ে কৃষকগঞ্জ বাজারে অবস্থিত ফুলকলি কিন্ডারগার্ডেন স্কুলে থেকে বাড়িতে নিয়ে আসার পথে রামগাঁতি গ্রামের ভিতরে আসলে সিমেন্টবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দিলে মোটরসাইকেলের আরোহী আরিফা খাতুন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আমিরুল ইসলামও আহত হন।
নিহত আরিফা খাতুন উপজেলার সলপ ইউনিয়নের আটবাকী গ্রামের আমিরুল ইসলামের মেয়ে ও কৃষগঞ্জ ফুলকুলি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারী ক্লাসের ছাত্রী।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে সিমেন্টবাহী ওই ট্রাকটি ভাংচুর করে এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে সোপর্দ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির আমারজমিকে জানান, পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে।