এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল,এল.এ. ও গোলাম ফেরদৌস, অতিরিক্ত ভূমি কর্মকর্তা আ.ন.ম জাহিদুল ইসলাম,কানুনগো জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার নাওডাঙ্গা মৌজায় হুকুম দখলকৃত তিন একর জমির উপর আধুনিক প্রযুক্তিনির্ভর আবর্জনা ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। এতে আর্থিক সহায়তা দিচ্ছেন দাতা সংস্থা জাইকা। ডাম্পিং স্টেশন টি নির্মাণ হলে উলিপুর পৌরসভার আবর্জনা নিক্ষেপ করার একটি নির্দিষ্ট স্থান তৈরি হবে।