রবিবার (১৪ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা সন্তান সংসদ কমান্ড’র সভাপতি মোঃ হারুন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তারা বলেন, মাটিরাঙ্গার তবলছড়ি ইউপি নির্বাচনের ফলাফল কারচুপির মাধ্যমে আবুল কাশেম ভূইয়া’র পক্ষে ঘোষনার পরপরই কুখ্যাত সন্ত্রাসী আবুল কাশেম ভূইয়া চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দ্বারা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও অনান্য মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের উপর ঘৃণ্য বর্বরোচিত হামলা চালায়। চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া একজন রাজাকারের দোসর মুক্তিযোদ্ধা বিরোধী। সব সময় মুক্তিযোদ্ধার বিপক্ষে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান বক্তারা।
বক্তারা আরো জানান, বেশ কিছুদিন আগে তবলছড়ি কবর স্থানে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনেও বাধাগ্রস্ত করেন এই স্বাধীনতা বিরোধী কাশেম ভূইয়া।
এছাড়াও মানববন্ধনে আবুল কাশেম ভূইয়া সহ চিহ্নিত দোষীদের গ্রেফতার এর দাবিতে আগামীকাল ১৪ নভেম্বর সকাল – সন্ধ্যা, মাটিরাঙ্গা – তানাক্কা পাড়া সড়কে সকল যানবাহন অবরোধের ঘোষণা দেন। চিহ্নিত দোষীদের শাস্তি না হলে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত কঠিন আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।