সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি :ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের একই কোর্সে ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৪ই নভেম্বর) ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সমাজবিজ্ঞান কোর্সে এ ঘটনা ঘটে ।
তিতুমীর কলেজে পরীক্ষা দিতে আসা বাঙলা কলেজের এক শিক্ষার্থী বলেন ,এ বিষয়ে হলগার্ড ম্যাম কে জানানো হলে তিনি আমাদের জানান,এটাই নাকি আমাদের প্রশ্ন । তাই বাধ্য হয়ে এক্সাম দিতে হলো । কিন্তু অন্যদিকে অন্যান্য কলেজের সবার প্রশ্ন ঠিকই ছিলো । তাদের ৬ টি থেকে ঠিক ৩টি বড় প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বাহালুল হক চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন,এমনটি হওয়ার সুযোগ নেই । সাত কলেজের সবার একই প্রশ্নে পরীক্ষা হতে হবে । আমি কালকে (সোমবার) এটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসবো অবশ্যই ব্যবস্থা নেব।