মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

উলিপুর হাতিয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন।

রিপোটারের / ২১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

রোকন মিয়া,উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় হাতিয়ায় গণহত্যা দিবস পালন করা হয়েছে।
 ১৩’ই নভেম্বর শনিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৫ লক্ষাধিক মানুষের অবিষ্মরণীয় দিন হাতিয়া গণহত্যা দিবস”।
নিজের চোখে দেখা হয়নি, প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, উলিপুর উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে কড়ালগ্রাসী ব্রহ্মপুত্রই শুধু নিজ বক্ষে জাপটে ধরে আছে হাতিয়া ইউনিয়নের সেই দাগারকুঠি নামক গ্রামটি।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিজয়ের প্রাক্কালে ১৩ নভেম্বর হানাদার বাহিনী জঘন্য, নৃশংস ও নারকীয় হত্যাকান্ড চালিয়ে ৬৯৭জন নিরপরাধ লোককে জড় করে পাখির ঝাঁকের মত গুলি করে হত্যা করেছিল।সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির, ইন্সপেক্টর তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার জেলা আওয়ামীলীগ সদস্য মতি শিউলি হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শায়খুল ইসলাম (নয়া) হাতিয়া ইউপি চেয়ারম্যান বি.এম আবুল হোসেন হাতিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর