তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মহিলা ডিগ্রী কলেজের ছাত্রীদের বিদায় ও নবীণ বরণ অুনষ্ঠান করা হয়েছে। ১৩ নভেম্বর শনিবার সকালে মহিলা ডিগ্রী কলেজের হলরুম ৪র্থ তলায় ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অবসর প্রাপ্ত ব্যাংকার খলিলুর রহমানের সভাপতিত্বে ২০২১ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ২০২০-২০২১ সালের শিক্ষাবর্ষে ছাত্রীদের নবীণ বরণ অুনষ্ঠান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি উপস্থিত থেকে বিদায় ও নবীণ বরণ ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন প্রধান মন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে তোমাদের অবশ্যই সু শিক্ষায় শিক্ষিত হবে।
প্রত্যেক সেক্টরে তোমরা নেতৃত্ব দিবে তবেই এই দেশ উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাবে। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,অত্র তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকি,সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ১৯৯৬ সালে অধ্যক্ষ জাফর ইকবাল এই কলেজ প্রতিষ্ঠিত করে অত্র অঞ্চলের নারীদের শিক্ষার মান বৃদ্ধি ও নারীদের প্রতিষ্ঠিত করতে আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। এছাড়াও তিনি এই অঞ্চলের সকল মানুষ যেন শিক্ষা অর্জন করতে পারে এ জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন।