শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

ক্যাচ মিস ম্যাচ মিস সেমিফাইনাল খেলা শেষে বাবর আজম।

রিপোটারের / ৫৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ক্রিড়া ডেস্কঃ ক্যাচ মিস মানে ম্যাচ মিস দুবাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে গেছে উড়তে থাকা পাকিস্তান।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাবর আজম বলেন,আমরা যেভাবে শুরু করেছিলাম, আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা রান পেয়েছি। কিন্তু রান তাড়ার শেষ দিকে আমরা তাদের অনেক সুযোগ দিয়েছি। আমরা যদি ওই ক্যাচটি ধরতে পারতাম তাহলে ভিন্ন কিছু হতো। টস হেরে আগে ব্যাটিং করে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে।

টার্গেটে খেলতে ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। শেষ ৯ বলে অস্ট্রেলিয়ার জয়ের প্রয়োজন ছিল ২০ রান। শাহিন শাহ আফ্রিদির বলে ১৯তম ওভারের দ্বিতীয় বলে মিড উইকেটে উড়িয়ে মারেন ম্যাথু ওয়েড। কিন্তু বল তালুবন্দি করতে ব্যর্থ হন ওখানে থাকা ফিল্ডার হাসান আলী।

এরপর সমীকরণ দাঁড়ায় ৯ বলে ১৮ রান। ওয়েড যেন রূপ নেন অতিমানবীয়। টানা ৩ বলে ৩ ছয় মেরে ম্যাচই শেষ করে দেন তিনি। ওয়েড অপরাজিত ছিলেন ১৭ বলে ৪১ রান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর