নাসিরুল ইসলাম(নাগেশ্বরী)প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঢাকাগামী নৈশকোচের চাপায় অটো চালকও একই পরিবারের তিন জনসহ চার জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭ টার সময় ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের রায়গঞ্জ ইউনিয়নের আলেপের তেপথি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক আব্দুল জলিল ও শিশু সুমাইয়া খাতুন।
নিহতরা হলেন রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম(২৭),তার মেয়ে সুমাইয়া খাতুন ও স্ত্রী সুফিয়া খাতুন ও অটোরিকশা চালক আব্দুল জলিল (৫৫)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা নৈশকোচ রায়গঞ্জের আলেপের তেপথি জুলেখো পাম্পের কাছে আসে এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরোও দুইজন মারা যায়।