মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার অভিষেক।

রিপোটারের / ২৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার সন্ধা ৭ টার সময় সিরাজগঞ্জ পৌরশহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নবী নেওয়াজ খান এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অভিষেক উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও মনোমুগ্ধকর নজরুল সংগীত পরিবেশন করা হয়।অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ক‌বির বিন আনোয়ার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোকপাত করেন নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইফফাত আরা নার্গিস।

মূখ্য আলোচক হিসেবে আলোকপাত করেন নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুজিত মোস্তফা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ও রবীন্দ্র সঙ্গীত সন্মিলন পরিষদ সিরাজগঞ্জ শাখার সভাপতি ও বিশিষ্ট সংগীত শিল্পী ড.জান্নাত আরা তালুকদার হেনরী,সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ শাখা’র সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগীত শিল্পী জুবায়ের জিকো।

অনুষ্ঠানে ঢাকা ও সিরাজগঞ্জের শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন।এসময় আরোও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জের সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা ও সুধীজন,গুণীজন ও সাধারন মানুষের একাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর