শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও ঘর বিতরণ।

রিপোটারের / ২১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

ফজলুর রহমান,বাগাতিপাড়া(নাটোর)সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগোষ্ঠীদের মাঝে বসতবাড়ি এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১০ নভেম্বর বুধবার দুপুরে জিমনেসিয়ামে নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল সামগ্রি বিতরণ করেন।

বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার আওতায় প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩০ জন শিক্ষার্থীকে দুই হাজার ৪০০ টাকা করে, মাধ্যমিকের ১০ জনকে ছয় হাজার টাকা করে এবং পাঁচজনকে পাঁচটি বাইসাইকেল প্রদান এবং প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল হতে ১৭ জন অসুস্থদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর