ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে প্রকাশ্যে জোয়া খেলার অপরাধে ৫ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোওে গোপন সংবাদের ভিত্তিত্বে তাজপুরস্থ একটি বাসায় অভিযান পরিচালনা করে নগদ টাকা জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে আটক করে পুলিশ।৯ নভেম্বর মঙ্গলবার বিকালে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলো,উপজেলার তাজপুর ইউনিয়নের দশহাল গ্রামের মৃত আব্দুন নূরের পূত্র আঙ্গুর মিয়া (৩২), একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের নূর মিয়ার পুত্র কয়েছ মিয়া (২৪), একই গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র সুহেল মিয়া (২৬),নাগের কোনা গ্রামের মৃত মারফর আলীর পুত্র আনকার মিয়া (৩৫) ও মজলিশপুর গ্রামের মঞ্জুু মিয়ার পুত্র শহিদ মিয়া(২৫)।
জানা যায়,দীর্ঘ দিন ধরে সাদিপুর ইউনিয়নের তাজপুরস্থ ডালিম মিয়ার বিল্ডিংয়ের ২য় তলায় জোয়ারীরা প্রতিদিন উঠতি গভীর রাত পর্যন্ত জোয়ার আসর (তাস খেলা) বসাত। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুুলিশ মঙ্গলবার ভোর ৪ টার দিকে ওই বিলিল্ডংয়ে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জোয়ারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের অভিযান চালিয়ে আটক করে। এসময় জুয়ারীদের হেফাজতে থাকা জোয়া খেলার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যমল বণিক জানান, এ বিষয়ে থানার এস আই কমলাকান্ত মালাকার বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর আটককৃত ৫ জনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।