ওসমানীনগর প্রতিনিধিঃ সূচনা“বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস”প্রতিপাদ্য আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উদ্যোগে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন মসজিদেও ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন,ওয়াল্ড ফিস,আইডিই,হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি এর কারিগরী সহায়তায় বহুখাত ভিত্তিক সূচনা কর্মসূচির আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার পুষ্টির উন্নয়নে অব্যাহত কাজের ধারাবাহিকতায় মঙ্গলবার গোয়ালাবাজর ইউনিয়ন পরিষদের হলরুমে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মশালাটি সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম,আরডিআরএস বাংলাদেশের উপজেলা সম্বনয়কারী মো: মিজানুল হক, নিউট্রিশন অফিসার ঝন্টু লাল পাল,প্রেক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,আরডিআরএস এর ইউনিয়ন কোঅডিনেটর আবেদুর রহমান,ফিল্ড কর্মী সাজিদা সুলতানা।
সভায় বক্তারা বলেন,জন্মের পর থেকে দুই বৎসর পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে।মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরনে ইমাম মোয়াজ্জিন সাহেবগন সচেতণতার কাজে এগিয়ে আসলে খুব দ্রুত অপুষ্টির দূরীকরণ করা সম্ভব। এক্ষেত্রে গ্রামিন জনপদের বাসিন্দাদের পুষ্টি নিশ্চিতে বসত ঘরের আঙ্গিনায় সবজি চাষে সবাইকে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে অতি দরিদ্র পরিবারের মা ও শিশুর পুষ্টি উন্নয়নের মাধ্যমে নারী-কিশোরীদের ক্ষমতায়ন,জ্ঞান,দক্ষতা বৃদ্ধি ও স্থিতিশীল জীবাকায়নের মাধ্যমে অর্থনৈতিক বাঁধা অতিক্রমে সুচনা প্রকল্পের অগ্রগতি ও পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয়াবলি তুলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউট্রিশন অফিসার জন্টু লাল পাল ও উপজেলা সম্মন্বয়কারী মো: মিজানুল হক।